
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনে (চবডিইএ)’র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চবডিইএ’র কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি হোছাইন মাহমুদ হানিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আফছার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম, সহ সভাপতি মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (১) এম এম আব্দুল রাকিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক (২) কাজী মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম উমির, অর্থ সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক মোঃ মাঈন উদ্দিন ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মোঃ নাজিম উদ-দৌলা, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাহিদ হাসান সুমন এবং নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জামাল উদ্দিন, আবদুল মাবুদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রবিউল খান, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক।
সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালির কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিজয় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সমন্বয় কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
Somajer Alo24