ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার বিশাল গণসংযোগ
বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে সদরপুর ও চভদ্রাসন উপজেলায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত র্যালি ও গণসংযোগে নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, চরভদ্রাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিন, সদরপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মুফতী মামুনুর রশীদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী আরাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতী আবু তালহা, অর্থ সম্পাদক আমানত উল্লাহ আমান, দপ্তর সম্পাদক মুফতী আখতার হুসাইন, প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, যুব মজলিস সভাপতি, মাওলানা রইসুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী জাবের হুসাইন, সহ-সভাপতি আক্কাছ আলী মাস্টার সহ শ্রমিক মজলিস ও ছাত্রমজলিসের নেতাকর্মীবৃন্দ ও মিডিয়াকর্মীবৃন্দ।
মাওলানা মিজানুর রহমান মোল্লার বাসভন ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার থেকে বালিয়াহাটি, চন্দ্রপাড়া, সদরপুর, বাবুরচর, পিয়াজখালী, আকোটেরচর, মনিকোঠা হয়ে চরভদ্রাসন উপজেলার বাজার, হাজীগঞ্জ, এম কে ডাঙ্গী হয়ে পুনরায় সদরপুর উপাজেলার চরবিষ্ণুপুর, ভাষাণচর, কৃষ্ণপুর সদরপুর উপজেলা সদর হয়ে আদমপুর, জাহানপুর, পুখুরিয়া হয়ে সর্বশেষ পুলিয়ায় এসে শেষ হয়।
শতাধিক হায়েস গাড়ী, অর্ধ-শতাধিক মিনি ট্রাক, শতাধিক মোটর সাইকেল যোগে হাজার হাজার নেতাকর্মী গণসংযোগে অংশ নেন। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে রাজপথ। নারায়ে তাকবীর- আল্লাহু আকবার, মুক্তির রাজপথ- ইসলামী খেলাফত, শান্তির মার্কা- রিক্সা মার্কা, মামুনুল হকের সালাম- বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিন, মিজান মোল্লার সালাম নিন- রিক্সা মার্কায় ভোট দিন, ইত্যাদি শ্লোগান ছিল।
গণসংযোগকালে প্রধান অতিথি সংসদ সংসদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আমরা এদেশের মানুষের মুক্তির জন্য ইসলামী খেলাফতের আহবান জানাচ্ছি। মুক্তির একমাত্র পথ ইসলাম আর এই ইসলামই দিতে পারে শান্তি। ন্যয় বিচার পেতে হলে ইসলামী শরীয়াহর আলোকে শাসনব্যবস্থা কায়েম করতে হবে। সেজন্য তিনি সকলকে আগামী নির্বাচনে ইসলামী দলের প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
Somajer Alo24
Leave a Reply