স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফার রুপ রেখা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রৌমারী উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
উপজেলার সদর ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় এসব লিফলেট বিতরণ করেন, উপজেলা কমিটির আহবায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন রৌমারী থানা মোঃ নাসির উদ্দিন সদস্য উপজেলা বিএনপি, মোঃ দাখিরুল ইসলাম সদস্য উপজেলা বিএনপি মোঃ কাজিম উদ্দিন আহ্বায়ক ৩ নং বন্দবের ইউনিয়ন বিএনপি ও মোঃ আব্দুল আজিজ সদস্য সচিব ৩ নং বন্দবের ইউনিয়ন বিএনপি,বান্দবের ইউনিয়ন ৩নংওয়াড বিএনপির নেতা ফজলুল হক,এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।
৩১ দফার সারসংক্ষেপ তুলে ধরতে উপজেলা কমিটির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক বলেন,কেন্দ্র ঘোষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনা বাড়াতে আমরা লিফলেট বিতরণ করছি। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, কৃষকের উৎপাদন ও বিপনন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহু মাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কার্যক্রম অবহ্যত থাকবে বলে জানান তিনি।
Somajer Alo24