আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা বিশাল গাড়িবহর নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন।
২১ জুলাই সোমবার সকাল ১০ টায় ভাঙ্গার বিশ্বরোডের পাশে অবস্থিত উপজেলা খেলাফত মজলিশের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় প্রার্থীর বাড়িতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় তিন শতাধিক মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস অংশ নেয়। শোভাযাত্রা নিরাপদ রাখতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
গণসংযোগে জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, সহ সভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীনসহ অসংখ্য নেতা কর্মী ও সমর্থক অংশ নেয়।
এ সময় মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির মাঠে আছি। এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। আমি নির্বাচনে বিজয়ী হই বা পরাজিত হই তাতে আমার এলাকার উন্নয়ন কার্যক্রমের উপর কোন প্রভাব পরবে না। জিতলে কাজ করা অনেক সহজ হয়। সরকারি নানা সুযোগ সুবিধা এলাকার জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।
তিনি বলেন, আমাদের রাহবার, আমাদের আমির আল্লামা মামুনুল হক ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। ঘোষণার পর আমরা এই আসনে মোটর শোভাযাত্রা করছি। আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে শুধু ভাঙ্গা নয় পুরো দেশটিকেই সুন্দর করে গড়ে তুলতে কাজ করবো। ইসলামী দল হিসেবে আমাদের দায়িত্ব ইসলামের হাল ধরা। আমরা রাসুলের আদর্শের সৈনিক। আমরা এমন ইতিহাস গড়তে চাই যেন রমানুষ যুগ যুগ ধরে দেখে কিভাবে একটি দেশকে ইসলামের দিকে এগিয়ে নেয়ে যাওয়া যায়। কিভাবে ইসলামকে ধরে রাখা এবং বাস্তবায়ন করা যায়। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই।
Somajer Alo24