শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আত্নপ্রকাশ

লিয়াকত হোসেন:
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

লিয়াকত হোসেন,চট্টগ্রাম:

অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে, সত্যের সন্ধানে” এই স্লোগানকে সামনে রেখে আত্নপ্রকাশ করলো চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অপরাধ বিষয়ক অনুসন্ধানী সংগঠন “চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন” (সিসিআরএ)।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর চৌমুহনীস্থ নজির ভান্ডার লেইন এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এতে জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান কে, ডি পিন্টুকে সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

একইসাথে বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার তৈয়ব চৌধুরীকে সহ-সভাপতি ও সিএ টিভির পরিচালক প্রবাল সাহাকে সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

এছাড়াও কমিটির সাংগঠনিক সম্পাদক পদে, দৈনিক এশিয়া বাণী পত্রিকার আব্বাস উদ্দিন, অর্থ সম্পাদক পদে দৈনিক চট্টলার আলোর সহকারী সম্পাদক ফজলুল কবির মিঠু, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের দর্পণ ও সিটিজি সংবাদের স্টাফ রিপোর্টার লিয়াকত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে চট্টলার আলোর অভিজিৎ দে রিপন, মহিলা বিষয়ক সম্পাদক পদে দৈনিক দেশের পাতার সম্পাদক ও দৈনিক গন মানুষের আওয়াজ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি কাউছার সুলতানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দৈনিক মর্নিং অবজারভার এর সিনিয়র রিপোর্টার হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক পদে সিএ টিভির ক্যামেরাপার্সন বিশ্বজিৎ দত্ত এবং কার্যকরী সদস্য হিসেবে দৈনিক দেশের পাতার মো: আসিফুর রহমান ও কর্ণফুলী টাইমস এর প্রতিনিধি রঘু হাজারীকে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায় জানানো হয়, ঘোষিত প্রাথমিক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য সংগ্রহ ও সংগঠনের নীতিমালা প্রণয়নসহ যাবতীয় কাজ সম্পন্ন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24