
দৈনিক প্রলয়ের যুগ্ম সম্পাদক সাংবাদিক আনিসুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মোছাঃ তাসমিম আক্তার ১১ তম বর্ষে পা রাখলেন। ২০১৬ সালের ১লা জানুয়ারি সাংবাদিক আনিসুর রহমান ও নুরুন্নাহার দম্পতির কোল আলো করে পৃথিবীতে আসে তাসমিম।
তাসমিম চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে। পড়ালেখার পাশাপাশি সে অত্যন্ত মেধাবী এবং শান্ত স্বভাবের। তার বাবা মোঃ আনিসুর রহমান মুক্তাগাছার একজন পরিচিত সাংবাদিক। তার জন্মদিনে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে তাসমিমের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সাংবাদিক আনিসুর রহমান বলেন, “আমার মেয়ে যেন বড় হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে সমাজ ও দেশের সেবা করতে পারে, দেশবাসীর কাছে দোয়া চাই।
তাসমিমের জন্মদিনে মুক্তাগাছার স্থানীয় সাংবাদিক মহল এবং আত্মীয়-স্বজনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Somajer Alo24