
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করে। রাষ্ট্রীয় শোক দিবসে ময়মনসিংহের ত্রিশালের জেওসি নামে একটি গার্মেন্টসের কোম্পানী ডে পালন করা হয় উচ্চস্বরে গান-বাজনার মধ্যদিয়ে। একদিকে সারাদেশে শোকের ছায়া অন্যদিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে উপেক্ষা করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
খোঁজ নিয়ে জানা যায়, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুড়ি এলাকায় প্রতিষ্ঠিত চায়না গার্মেন্টস কোম্পানী জেওসি। ওই গার্মেন্টসে গত বৃহস্পতিবার আনন্দ-উল্লাসে নেচে-গেয়ে উচ্চস্বরে গান-বাজনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী ওই অনুষ্ঠানমালায় ছিল ডান্স, গান-বাজনা ও পুরস্কার বিতরণ। রাষ্ট্রীয় শোকের দিনে এমন আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। গান-নৃত্যের ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ্য মাধ্যম ফেসবুকে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে অনুষ্ঠানের শেষের দিকে। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
ক্ষোভ প্রকাশ করে একজন সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম নোমান ফেসবুকে লিখেন, আজকে আমরা রামপুর ইউনিয়নবাসি খুবই মর্মাহত। কারণ আমাদের দেশের গণতন্ত্রের মা তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, আমাদের বাঙালি বুঝে শুনে একটি কোম্পানির জন্মদিনে নেচে গেয়ে পালন করছে। হয়তো চেষ্টা করলে, চাইনিজদেরকে বুঝিয়ে বললে এ কনসার্টটা হতো না। উচিত ছিল বিএনপি’র কিছু নেতা কর্মীরা যাইয়া ওদেরকে বুঝিয়ে বলা।
জেওসি গার্মেন্টস কোম্পানীর ভিডিওগুলো যারা আপলোড করেছেন তাদের কমেন্ট বক্সে অনেকেই রাষ্ট্রীয় শোক ও এমন অনুষ্ঠানে নিষেধাজ্ঞার আদেশও পোষ্ট করেন।
তবে জেওসি গার্মেন্টস কোম্পানীর ম্যানেজার (এইচ.আর) সৌরভ বললেন ভিন্ন কথা। তিনি জানান, কোম্পনী ডে উপলক্ষে প্রগ্রামটি প্রায় দেড় আসে আগে নেওয়া হয়েছে। সন্ধ্যায় পুলিশ আসলে বন্ধ করে দেওয়া হয়। ২ জানুয়ারী সরকারী বিভিন্ন পরীক্ষা ছিল রাষ্ট্রীয় শোকের কারনে তা স্থগিত করা হলেও কেন্ এমন অনুষ্ঠান স্থগিত করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় শোক তো শুধু ঢাকায় চলমান, আর অনুষ্ঠান স্থগিত করলে আর কোম্পানী একদিন বন্ধ থাকলে অনেক বড় ক্ষতি হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমাদের টীম ঘটনাস্থলে গেলে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
Somajer Alo24