সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

জয়দেবপুরে বাড়ির মালিকের বিরুদ্ধে ভারাটিয়াকে মারধর ও আসবাবপত্র রেখে দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার
গাজীপুরের জয়দেবপুর ভবানীপুর এলাকার বাড়ির মালিক কবির হোসেন (৫০) ও তার স্ত্রী মোসাঃ নাছিমা (৪০) এর বিরুদ্ধে বাসা ভাড়া পরিষোধ করার পরেও ঘরের আসবাবপত্র রেখে দেওয়াসহ ভাড়াটিয়া কে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভারাটিয়া হাবিবুর রহমান হাবিব (৫৪)। থানায় অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিউকান্দা এলাকাকে মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে হাবিবুর রহমান জয়দেবপুর বাঘের বাজার এলাকায় চৌধুরী টেক্সটাইল মিলস লিঃ এ সিকিউরিটি ইনচার্জ পদে কর্মরত থাকাবস্থায় জয়দেবপুরের ভবানীপুর এলাকার কবির হোসেন (৫০) ও তার স্ত্রী মোসাঃ নাছিমা (৪০) এর বাড়িতে ২০২৫ সালের আগষ্ট মাসের ১ তারিখ থেকে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত পরিবার দুটি রুম নিয়ে মাসিক ৬ হাজার টাকা ভাড়া দিয়ে বসবাস করত। ভাড়াটিয়া হাবিবুর রহমানের উন্নত চাকুরী হওয়ার সুবাধে নভেম্বরের মাসের শেষের দিকে বাড়ির মালিক কে মৌখিক জানিয়ে দেয় ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত তিনি পরিবার নিয়ে বসবাস করবেন এবং পরে অন্যত্র চলে যাবেন। ডিসেম্বর মাস শেষ হওয়ার পূর্বেই ভাড়া বাড়িটিতে হাবিবুর রহমান তার পরিবার রেখে চাকুরিতে চলে যায়। ২০২৬ সালের জানুয়ারির ১ তারিখে চাকরি থেকে ছুটিতে এসে হাবিবুর রহমান বাসা ভাড়া পরিশোধ করে বাসার মালামাল- ২ টি কাঠের খাট, ২ টি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, ১ টি ওয়ার্ডফ, ২ টি সিলিং ফ্যান, ১ টি ফ্রিজ, ১ টি ড্রেসিং টেবিল, ২ টি আলনা, সাংসারিক কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল যাহার আনুমানিক মূল্য মোট ১,৮৮,০০০ টাকা। আসবাবপত্র নিতে গেলে বাড়ির মালিক কবির হোসেন ও তার স্ত্রী মোসাঃ নাছিমা মালামাল আটক করে ২,০০,০০০ টাকা দাবি করে। হাবিব টাকা দিতে অস্বীকার করিলে মারধরসহ খুন জখম করার হুমকি দিয়ে হাবিবসহ তার পরিবারের সদস্যদের ভবানীপুর এলাকার ঢোকার নিষেধ করে এবং মিথ্যা মামলা দিয়ে ফাঁসাসোর হুমকিও দেন বলে গণমাধ্যমকে জানায় ভুক্তভোগী ভাড়াটিয়া হাবিবুর। হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সাথে ঘটে যাওয়া বিষয়টির আইনি প্রক্রিয়ার মাধ্যমে সঠিক বিচার চান। বাড়ির মালিক কবির হোসেনের মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি নিয়ে কোন মন্তব্য না করে নানান কৌশলে এড়িয়ে যান। বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১’ আইন করা হলেও ঠিকমতো প্রয়োগ নেই। বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালাদের স্বেচ্ছাচারিত দিনদিন বেড়েই চলছে। বাড়িভাড়া নিয়ে নৈরাজ্য রোধে সরকারের কঠিন পদক্ষেপের উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে মনে সচেতন নাগরিক। বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালাদের স্বেচ্ছাচারিতা মূলত ঢাকায় বেশি। ঢাকায় বাড়িওয়ালাদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার রশিদ না দেওয়া, ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি, জোর করে ভাড়াটিয়া উচ্ছেদসহ মালামাল আটকে রাখাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। ভাড়াটিয়ারা জানিয়েছেন, অগ্রিম ভাড়া, বাড়ির রক্ষণাবেক্ষণ কাজের খরচ, ইউটিলিটি বিল নেওয়ার ক্ষেত্রেও আইন-কানুনের তোয়াক্কা করছেন না বাড়ির মালিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24