
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক:
আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। দেশের মাটি ও মানুষের ভালবাসার টানে ফ্যাসিস্ট সরকারের হামলা মামলা নির্যাতনের পরেও দেশের মাটিতে দেশের মানুষের টানে পড়ে রয়েছেন । দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন এসব কথা বলেন।
উপজেলার ১০নং মঠবাড়ী ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় মঠবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক মুস্তাক আহমেদ সোহেলের সভাপতিত্বে বিএনপি নেতা বাদল সরকারের সঞ্চারনায় ও বিএনপি নেতা হাজী সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক ভূঁইয়া, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জামিল আহমেদ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল মতিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ফরাজী, জেরা ওলামা দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন শামীম, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুন, ত্রিশাল উপজেরা যুবদলের সাবেক আহবায়ক খন্দকার শাহজাহান কবীর,মঠবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসাররফ হোসেন জুয়েল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাত, পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পরে খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ওলামা দলের নেতা মাওলানা কাজী আতিকুর রহমান।
Somajer Alo24