
ময়মনসিংহে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের কার্যকর সংগঠন ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাতে সংঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
২০২৫-২৭ দুই বছরের জন্য সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান বাবুল হোসেন। সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান রিপন গোয়ালা অভি।
অন্যান্য পদে আরো যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক কাজী মো: মোস্তফা মুন্না (জিটিভি), কোষাধ্যক্ষ আতাউর রহমান জুয়েল (ইটিভি), যুগ্ম-সম্পাদক আবদুল হক লিটন (বিজয় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজ উদ্দিন ( মোহনা টেলিভিশন), সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন রুবেল (এসএ টিভি), নির্বাহী সদস্য আ.ন.ম.ফারুক, এম.এ হোসাইন বিনয় (এশিয়ান টিভি) ,রিয়াজুল করিম বাদল (চ্যানেল এস)। ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও মোঃ আবুল কাশেম এ ফলাফল ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন সাইদ (চ্যানেল আই),শিবু মজুমদার,নবাগত সদস্য কামরুজ্জামান মিন্টু (চ্যানেল নাইন), আবুল মনসুর (এশিয়ান টিভি) ,ইয়ার মাহামুদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিবার্ষিক সাধারন সভার শুরুতেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, ২৪শের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়।
Somajer Alo24