
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে তারা আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করতেছে প্রার্থীগণ। নেতা-কর্মীরা আশা প্রকাশ করেন, ত্রিশাল আসনে বিএনপি থেকে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী মনোনীত হবে।
উল্লেখ্য, এই আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা গণমাধ্যম কে জানান, শহীদুল আমিন খসরু দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন এবং ত্রিশাল উপজেলার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Somajer Alo24