
ফুলবাড়িয়া প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন এর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ইউপি সদস্যরা অনাস্থা জানিয়েছেন। অনাস্থার বিষয়টি গতকাল সোমবার সকালে এক জরাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন ইউনিয়নের ১১ জন সদস্য (মেম্বার)।
উপজেলা সদরের হেলাল কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭ নং ওয়ার্ডের মেম্বার সেলিম রেজা। লিখিত বক্তব্যে বলা হয়, ৫ আগষ্ট তথা গণঅভ্যুত্থান পরবর্তী ইউনিয়ন পরিষদে কোন মিটিং ও রেজুলেশন হয়নি। তবুও এডিপি, টিআর, কাবিখা, কাবিটাসহ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। লাখ লাখ টাকার এ প্রকল্পগুলো তদন্তের দাবী জানান।
এ সময় ১নং ওয়ার্ড মেম্বার গোলাম মোস্তফা, ২ ওয়ার্ড মেম্বার ফরিদ উদ্দিন, ৩ ওয়ার্ড মেম্বার সোহেল মিয়া, ৫নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন, ৬নং ওয়ার্ড মেম্বার বেল্লাল হোসেন, ৭নং ওয়ার্ড মেম্বার সেলিম রেজা, ৮নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড মেম্বার আবু হানিফা, ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ড মেম্বার জাহানারা ৪,৫,৬নং সংরক্ষিত ওয়ার্ড মেম্বার মমতাজ বেগম, ৭,৮,৯ নং সংরক্ষিত ওয়ার্ড মেম্বার হাজেরা খাতুন উপস্থিত ছিলেন।
অনাস্থার বিষয়ে ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন জানান, যে মেম্বাররা অনাস্থা জানিয়েছে তাদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের আমলেও তারা আমাকে হয়রানি করেছেন। তারা সংখ্যায় আওয়ামী লীগের ১০ জন ষড়যন্ত্রমূলকভাবে এ কাজগুলো করেন। তারা স্পেশাল কিছু চায়, তা না হলে আমাকে ফাসিয়ে দিবে বলে হুমকি প্রদান করে আসছিল।
Somajer Alo24