ফরিদপুরের মানুষ চায় সুশাসন প্রতিষ্ঠা। যেমনটি অভিযোগ করেছেন জেলার ভাঙ্গা উপজেলার দাড়িয়ার মাঠ এলাকার মৃত সেখ সাহাবুদ্দিন এর পুত্র কুটি মিয়া।
তিনি জানান, গত ২৯/০১/১৯৯১ ইং তারিখে ৯৯ বছরের জন্য সরকারি জমি লিজ নেন তার বাবা সেখ সাহাবুদ্দিন ও মা রওশানারা বেগম। তৎকালীন সরকার তাদেরকে জমি রেজিস্ট্রি করে দেন। যার দলিল নং-৪০৩/৯১, দাগ নং-৪৩৪২/৯ ও ৪৩৪২/১০, এস এ খতিয়ান নং-০১, বি এস দাগ ৬০৫০, মৌজা-চন্ডীদাসদী। মোট জমির পরিমাণ-১৭ শতাংশ।
ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ নং-৯৩৫৪১০, বাংলা সন -১৪২৪ পর্যন্ত। তারিখ-১৯/০৫/২০১৮ ইং।
কুটি মিয়া বলেন, তখন থেকেই আমরা ওই জমি ভোগ দখল করছি। এস এ খতিয়ানে জমির মালিক সেক সাহাবুদ্দিন ও রওশনারা বেগম থাকলেও বি এস খতিয়ানে ভুল বশত তাদের নামের পরিবর্তে সরকারের নাম চলে আসে। আমি বি এস ৭ নাম সংশোধনের জন্য মামলা করছি। যা চলমান। আমি ভ্যান চালিয়ে যে টাকা আয় করতাম তাতে আমার সংসার চালাতে কষ্ট হতো তখন ধারদেনা করে একটি চায়ের দোকান দেই। আর থাকার জন্য একটি টিনের ঘর দেই। সম্প্রতি আমি লোন করে একটি পাকা ঘর নির্মান করি। যখন নির্মান কাজ চলছিলো তখন অফিসের দালাল আমার কাছে এক লক্ষ টাকা দাবী করে। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমার ঘর ভেঙে দেওয়ার হুমকি দেয়। গত কয়েকদিন আগে এসি ল্যান্ড অফিস থেকে নোটিশ দিছে ঘর না ভাঙলে আমাকে উচ্ছেদ করে দিবে। মামলা চলমান অবস্থায় কিভাবে আমাকে উচ্ছেদের নোটিশ দেয়। এই জমি সরকার আমাদের দিছে। আমরা এখানে কাজকর্ম করি, এখানেই থাকি। কেন আমরা আমাদের জমি ছেড়ে যাবো? শুধু কি গরীব মানুষের উপরই জুলুম? এই নদীর পাড় দিয়ে আরও অনেক বড় বড় বিল্ডিং আছে, তাদেরও লিজ নেওয়া। তাদের কোন নোটিশ না দিয়ে কেন শুধু আমাকে উচ্ছেদের নোটিশ দিলো?
অভিযোগ রয়েছে সহকারি কমিশনার (ভুমি) এর কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা, কর্মচারী ও দালাল চক্রের যোগসাজশে কুটি মিয়ার কাছে এক লক্ষ টাকা দাবী করে। টাকা দিতে না পারায় তাকে উচ্ছেদের নোটিশ দেয়া হইছে।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, যে জমি থেকে কুটি মিয়াকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে ওই জমি তার নয়। তিনি যে জমিতে ছিলেন সেখান থেকে তাকে উচ্ছেদ করা হচ্ছে না। তাছাড়া তিনি যে পাকা ভবন নির্মাণ করেছেন সে ভবন নির্মাণে তিনি ডিসি স্যারের নিকট থেকে কোন অনুমোদন নেননি। আমি তথ্যাদি পাওয়ার পর ইউএনও স্যারের সাথে আলোচনা করেছি। তারপর তাকে নোটিশ করেছি।
Shohidul Islam
SOMAJER ALO24