চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার দায়ে সাজ্জাদ হোসেন ইমন নামে এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় শাহজালাল হোটেল এন্ড বিরিয়ানি হাউজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় হোটেল মালিক ইমনকে সতর্ক করার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এই জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে হোটেল মালিক ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, ভূমি অফিসের নাজির আরিফুল হক, থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
Shohidul Islam
SOMAJER ALO24