জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।
সোমবার (২১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শ্রমিক দলের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা কার্যালয়ের সামনে পথসভা পরিচালনা করেন সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শ্রমিক নেতা মতিয়ার রহমান, শাহিন, রিজন, আজিজুল, রিপন ফুলবাবুসহ অনান্যরা।
বক্তব্যে বক্তারা বলেন, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার, সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন “বর্তমান সরকারের দুর্নীতির কারণে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। অপরদিকে বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটুক্তি করা হচ্ছে, যা শ্রমিক সমাজ মেনে নেবে না।
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তি এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক অপপ্রচার বন্ধ করতে হবে।
Shohidul Islam
SOMAJER ALO24